পরীমনির সৌন্দর্যের প্রশংসায় চঞ্চল চৌধুরী

দেশের ছোট ও বড় পর্দার শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। অন্যদিকে, রুপালি পর্দার গ্ল্যামারাস ও দর্শকপ্রিয় নায়িকা পরীমনি। অভিনয় জগতের এই দুই জনপ্রিয় অভিনয় শিল্পী প্রথমবারের মতো ‘শাস্তি’ শিরোনামের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন।
তার আগে সম্প্রতি এক অনুষ্ঠানে পরীমনিকে প্রশংসায় ভাসালেন ‘আয়নাবাজি’খ্যাত এ অভিনেতা। ঢাকাই সিনেমার এ নায়িকাকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করে চঞ্চল বলেন, ‘স্ক্রিনে পরীর যে অ্যাপিয়ারেন্স, দর্শক তো তার চেহারায় প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায়। এটা ওর বড় প্লাস পয়েন্ট। তবে শুধু সৌন্দর্য নয়, ওর যে অভিনয় দক্ষতা আছে, সেটাকেও নির্মাতাদের আরও বেশি কাজে লাগানো উচিত। আমার মনে হয় পরীমণিকে আরও নতুনভাবে এক্সপ্লোর করার সুযোগ রয়েছে।’
অভিনেত্রী বলেন, ‘ভাইয়া (চঞ্চল চৌধুরী) পাশে থাকলে কি বলবো বুঝে পাই না। আজ লিফটে করে আসার সময় হাসাহাসি করতে করতে ভাইয়াকে বলছিলাম- ভাইয়া, একটা যুগ পার হয়ে গেল, আমাদের যখন একসঙ্গে কাজ হচ্ছে তখন আমরা বুড়ো হয়ে গেছি।’ যদিও পরীর এমন খুনসুটিতে মজার ছলে নিজেকেই ‘বুড়ো’ হিসেবে দাবি করেন চঞ্চল।
সঙ্গে তাদের আসন্ন সিনেমার কাজটা অনেক ভালো হবে বলেও আশা ব্যক্ত করেন পরীমনি।
