হাইকোর্টেও বহাল রইল বিএনপির মঞ্জুরুল আহসানের প্রার্থিতা বাতিল

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের (ইসি) দেয়া ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তার দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত।

বুধবার (২১ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালতের এই আদেশের ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির হেভিওয়েট এই প্রার্থীর লড়াইয়ের পথ আপাতত বন্ধ হয়ে গেল বলে জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে গত সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবং নিজের মনোনয়ন ফিরে পাওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে রিট আবেদনটি করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী।

ঘটনার সূত্রপাত হয় মনোনয়ন বাছাইয়ের সময় থেকে। শুরুতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছিলেন। কিন্তু ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আবদুল্লাহর আপিল আবেদনে অভিযোগ করা হয়, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী একজন ঋণখেলাপি এবং তিনি এই তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ১৭ জানুয়ারি (শনিবার) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন অভিযোগের সত্যতা পায় এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে মঞ্জুরুল মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।

নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন তিনি। তবে আজ উচ্চ আদালত রিট আবেদনটি খারিজ করে দেয়ায় ইসির সিদ্ধান্তই বহাল থাকল।

Read Previous

মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের বিচার শুরু

Read Next

আর্থিক সীমাবদ্ধতায় একযোগে সব ব্যাংক সংস্কার সম্ভব নয়: গভর্নর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular