২৯৮ আসনে প্রার্থী চূড়ান্ত ১,৯৬৭ জন, এখন প্রতীক বরাদ্দের পালা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ২৯৮ আসনে অংশ নিচ্ছে ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। এর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন প্রার্থী সরে দাঁড়িয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। ১১৯টি প্রতীক বরাদ্দ পাবেন প্রার্থীরা।

বুধবার সকাল ৯টার পর থেকেই ঢাকায় প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিতে পারছেন প্রার্থীরা। ঢাকার ২০ আসনে লড়ছেন ১৩৭ প্রার্থী। ঢাকা বিভাগীয় কমিশন কার্যালয়ে ঢাকা ১৩ ও ১৫ আসন বাদে ৪ থেকে ১৮ আসনের মোট ১৩টি আসনের প্রতীক বরাদ্দ দেয়া হবে। সকালে প্রতীক বরাদ্দ শুরুর পর প্রথমে দেয়া হচ্ছে ঢাকা-৪ আসনের প্রার্থীদের প্রতীক। এরই মধ্যে ঢাকা ৪ আসনের বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এবারের নির্বাচনে ২৯৮টি আসনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন শতাধিক, তেমনি জোট ভিত্তিক নির্বাচনী আসনে অংশ নিচ্ছে অনেক রাজনৈতিক দল। আর পাবনা ১ ও ২ আসনের নতুন তফসিল অনুযায়ী, আসন দুটিতে প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে ২৬ জানুয়ারি পর্যন্ত।

এর আগে, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করেন, যার মধ্যে শুনানি শেষে ৪৩১ জন তাদের প্রার্থিতা ফিরে পান।

প্রসঙ্গত, প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। গণভোট ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Read Previous

আর্থিক সীমাবদ্ধতায় একযোগে সব ব্যাংক সংস্কার সম্ভব নয়: গভর্নর

Read Next

গণভোটে সরকার নিরপেক্ষ নয়: ডা. বিধান রঞ্জন রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular