ইলিয়াসের আরেক পেজ সরিয়ে দিলো ‘মেটা’

‘সহিংসতা উস্কে দেওয়া’র অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের আরও একটি ফেসবুক পেজ রিমুভ করেছে মেটা। শুক্রবার রাতে ইলিয়াসের প্রায় ২২ লাখ অনুসারীর ভেরিফায়েড একটি পেজ সরিয়ে নেয় ফেসবুক কর্তৃপক্ষ।

একদিনের ব্যবধানে এখন ইলিয়াসের দুটি পেজই সরিয়ে নিয়েছে মেটা। পেজগুলো সার্চ করলেও আর পাওয়া যাচ্ছে না।

ইলিয়াস হোসেন নামে ২ মিলিয়নের বেশি ফলোয়ার যুক্ত ভেরিফায়েড পেজটি গতকাল রিমুভ করা হয়। এরপর ইলিয়াস ৮ লক্ষাধিক ফলোয়ার যুক্ত আরেকটি ফেসবুক পেজ ব্যবহার শুরু করলে সেটিও শনিবার রিমুভ করা হয়েছে।

১৮ ডিসেম্বর রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা করে দুটি ভবন পুড়িয়ে দেয় একদল দুর্বৃত্ত। হামলা চলাকালীন ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ দুটি থেকে হামলা সফল করার আহ্বান জানিয়ে লাগাতার পোস্ট করা হয়। এরপর একদিনের ব্যবধানে দুটি পেজই রিমুভ করলো মেটা।

প্রসঙ্গত, যেকোনো ধরনের সহিংসতা উস্কে দেওয়া ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের লঙ্ঘন।

Read Previous

উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিপিএলের সময়সূচিতে পরিবর্তন

Read Next

ধলেশ্বরীতে ফেরি দুর্ঘটনা, নিখোঁজের সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার ৩ মরদেহ

Most Popular