সুষ্ঠু নির্বাচন আয়োজনে তিন বাহিনী সর্বাত্মক সহায়তা দেবে: ইসি সানাউল্লাহ
নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এমন কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে ও বাঁধা দিতে প্রশাসনকে নির্দশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সুষ্ঠু নির্বাচন করতে যা যা করা লাগে, সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিন বাহিনীর প্রধান, এমনটাও জানান তিনি।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ। এর আগে সকালে ইসি সঙ্গে বৈঠক হয় তিন বাহিনীর প্রধানের।
সংবাদ সম্মলনে ইসি সানাউল্লাহ জানান, নির্বাচনে মোট ১ লাখ সেনা মোতায়েন করা হবে। ইতোমধ্যে এক তৃতীয়াংশ মোতায়েন করা হয়েছে। ধাপে ধাপে এরপর তা বাড়ানো হবে।
তিনি বলেন, সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যারা আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে চায়, তাদের টার্গেট শহর এলাকায়। সব সমস্যা চিহ্নিত করা হয়েছে। এছাড়া সমস্যা সমাধানে সকলের সহযোগিতাও চান তিনি।
ইসি আরও বলেন, ভোটে প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে প্রটোকল তৈরি করা হয়েছে। কেউ অভিযোগ করলে নিরাপত্তা দেয়া হবে।
চোরাগুপ্তা হামলা পরাজিতদের কৌশল উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, নাশকতা করে কেউ যাতে পালাতে না পারে, প্রশাসনকে সেই নির্দেশনা দেয়া হয়েছে। বন্ধু সেজে কে পাশে আসছে, তাকে যাচাই করার পরামর্শও দেন তিনি।
ওসমান হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে বলেন, তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, মূল হত্যাকরী ২ জন এবং পালাতে সহায়তাকারী একজনের বিরুদ্ধে অভিযান চলমান আছে।
