ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা: দিল্লির ব্যাখ্যা প্রত্যাখ্যান ঢাকার

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্র ভারতীয়দের হামলার ঘটনায় দিল্লি যে ব্যাখ্যা দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার।

রবিবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। তাকে সংখ্যালঘিষ্টের নাগরিক হিসেবে উত্থাপন করা হয়েছে যা একদমই ঠিক না। এখন পর্যন্ত ভারত যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করে ঢাকা। শুধু কিছু লোক এসেছে, হুমকি দিয়েছে তা নয়। দুজন গার্ড ছিল, তারা দাঁড়িয়ে ছিল। বাংলাদেশ দূতাবাসে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়াবে দিল্লি।

Read Previous

ওসমান হাদি হত্যাকাণ্ড: শুটার ফয়সালের অবস্থান সম্পর্কে যে তথ্য দিল পুলিশ

Read Next

ভারতকে গুঁড়িয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

Most Popular