বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন অভিনেত্রী

টালিউডের নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী শ্রীনন্দা শংকর ২০০৯ সালে মহারাষ্ট্রের পার্সি ব্যবসায়ী জেভ সাতারাওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কলকাতায় ভারতীয় ও পার্সি— দুই রীতিতে বিয়ের অনুষ্ঠান হয় তাদের। এরপর তারা স্থায়ীভাবে মুম্বাইয়ে বসবাস করতে থাকেন। এক কন্যাও রয়েছে এ দম্পতির।

সামাজিক মাধ্যমে সুখী দাম্পত্যের ছবি উঠে এসেছিল শ্রীনন্দার ফেসবুক ওয়ালে। সেই সময় একবিন্দুও বোঝা যায়নি যে উভয়ের সম্পর্কে ভাঙাগড়া চলছে। কিন্তু হঠাৎ করে নিজের বিবাহবিচ্ছেদের খবর জানালেন অভিনেত্রী।

রোববার (২১ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শ্রীনন্দা শংকর। এমনকি ভক্ত-অনুরাগীদের কাছে অনুরোধ জানিয়ে অভিনেত্রী বলেছেন, এ সময় তাদের ব্যক্তিগত বিষয়টিকে যেন সম্মান জানানো হয়। তিনি আরও বলেন, বিচ্ছেদ নিয়ে অনেক কথা হতেই পারে, কিন্তু বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেবেন না তিনি বা তার সদ্য সাবেক স্বামী জেভ অথবা সেলিব্রিটি মা তনুশ্রী শংকর।

তবে কী কারণে বিচ্ছেদ হয়েছে, তা স্পষ্ট করে না জানালেও শ্রীনন্দার পোস্টে চাপা পড়ে থাকেনি ঘরভাঙার বেদনা। অভিনেত্রী লিখেছেন, অনলাইনে জনপ্রিয় ভিডিওগুলোই দাম্পত্য সুখ কিংবা দাম্পত্যের রসায়নের সবটা ধরা পড়ে না।

উল্লেখ্য, উদয় শংকর ও মমতা শংকরদের উত্তরসূরি হিসেবে নিজেকে নৃত্য জগতে সুপ্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী শ্রীনন্দা শংকর। সেই সঙ্গে তিনি মডেলিং ও অভিনয় জগতেও নিজের দক্ষতা দেখিয়েছেন।

Read Previous

‘গেম চেঞ্জার’ সালাহ, ইনজুরি টাইমের গোলে মিশরের জয়

Read Next

আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই : সিইসি

Most Popular