বিধ্বংসী নাসিরে ঢাকার সহজ জয়, পঞ্চম হার নোয়াখালীর

আরও একটি লো-স্কোরিং ম্যাচের সাক্ষী হলো বিপিএল। বুধবার (০৭ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে ১৩৪ রানের লক্ষ্য ছুড়ে দেওয়া নোয়াখালী এক্সপ্রেসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় ঢাকা ক্যাপিটালস। ২১ বলে ফিফটি হাঁকিয়ে এবারের আসরের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ঢাকার নাসির হোসেন। এই ম্যাচ হারার মধ্য দিয়ে টানা ৫ম ম্যাচ হারল নোয়াখালী এক্সপ্রেস।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ রানে দুই উইকেট হারায় দলটি। রহমানউল্লাহ গুরবাজ শূন্য এবং আব্দুল্লাহ আল মামুন এক রানে ফেরার পর দলটির হাল ধরেন নাসির হোসেন এবং ইরফান শুকুর। দুজনে মিলে গড়েন ৫৯ রানের জুটি।

১১ বলে ১২ রান করে ইরফান শুকুর ফিরে গেলে আর পিছে ফিরে তাকাতে হয়নি ঢাকাকে। দলের হয়ে জয় নিশ্চিত করেন নাসির এবং ইমাদ ওয়াসিম। নাসিরের ইনিংস এছিল ১৪টি চার ও দুটি ছক্কার মার। ১৬ বলে ২৯ রানের ক্যামিও খেলেন ইমাদ ওয়াসিম।

এর আগে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ঢাকার বোলারদের তোপে দিশাহারা হয়ে পড়ে নোয়াখালীর টপ অর্ডার। স্কোরবোর্ডে মাত্র ৪০ রান তুলতেই সাজঘরে ফেরেন প্রথম ৫ ব্যাটার।

চরম বিপদের মুখে দলের হাল ধরেন মোহাম্মদ নবি ও হায়দার আলি। ষষ্ঠ উইকেটে এই দুজন ৬১ বলে ৯০ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। হায়দার আলি ৩ চার ও ১ ছক্কায় ৩৬ বলে করেন ৪৭ রান। অন্যদিকে অভিজ্ঞ নবি ৩৩ বলে ৪২ রান করেন।

Read Previous

তারেক রহমান আগামীদিনের গণতন্ত্রের টর্চবেয়ারার : আমীর খসরু

Read Next

খালেদা জিয়ার শোকবার্তায় যা বললেন জাতিসংঘ মহাসচিব

Most Popular