খালেদা জিয়ার স্মরণে রূপগঞ্জে দোয়া-ফ্রি মেডিকেল ক্যাম্প

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রূপগঞ্জে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রূপগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জের ধানের শীষের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

অনুষ্ঠানে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল। আয়োজন করে তারাবো পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

দোয়া মাহফিলের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে অনেক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গৃহবধূ থেকে রাজনীতিতে আসা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল প্রায় ৪৩ বছরের। ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দেন তিনি। ১৯৮৪ সালের ১০ মে কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপার্সন নির্বাচিত হন তিনি। এরপর থেকে মৃত্যুর দিন পর্যন্ত দলের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন এই আপসহীন নেত্রী।

বিএনপি চেয়ারপার্সনের দায়িত্বে থাকার পাশাপাশি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন খালেদা জিয়া। এরশাদবিরোধী আন্দোলনের পর খালেদা জিয়াকে দেওয়া হয় আপসহীন নেত্রীর উপাধি। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন।

Read Previous

শুটিংয়ে রেকর্ড গড়ল ‘পিনিক’

Read Next

বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা

Most Popular