সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব, শঙ্কায় বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা আজ। তবে তা শুরুর আগেই বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। তারা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করছে।

বিশ্বকাপে খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এই প্রশ্ন গতকাল করা হয়েছিল এম নাজমুলকে। জবাবে বিস্ফোরক মন্তব্য করে উলটো তিনি প্রশ্ন তুলেছেন, ‘ক্রিকেটারদের পেছনে যে খরচ হয়, তার প্রতিদান ক্রিকেটাররা কী দিতে পেরেছেন? কেন? ওরা যদি কিছুই না করতে পারে, ওদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি, ওই টাকা কি আমরা ফেরত চাই? উত্তর দেন আমাকে। তাহলে বিশ্বকাপে না খেললে ক্ষতিপূরণ কেন দেব!’

ক্ষতিপূরণের প্রশ্ন ক্রিকেটাররা তুলতে পারবেন না বলে মন্তব্য করেছেন নাজমুল। তিনি বলেন, ‘আমাদের কোনো ব্যাখ্যা নেই। ক্ষতিপূরণের প্রশ্ন তুলতেই পারবে না ওরা। কারণ আমরা যে প্লেয়ারদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। একটা বৈশ্বিক কাপ আনতে পেরেছে? তাহলে তো এটাও বলতে পারি যে, তোমাদের পেছনে যা খরচ করেছি তা তোমাদের কাছ থেকে নিতে থাকি।’

এরপরই নাজমুলের পদত্যাগের দাবি তোলে কোয়াব। তা না হলে ক্রিকেট বয়কটের ঘোষণাও দেওয়া হয়। ক্রিকেটারদের এই দাবির পরও এম নাজমুল ইসলাম এখনো পদ ছাড়েননি। এর প্রভাব পড়েছে মাঠে। ঢাকা পর্বের প্রথম ম্যাচ খেলতে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা মাঠে আসেননি। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর অন্তত দুই ঘণ্টা আগে দলগুলোর মাঠে পৌঁছানোর কথা। কিন্তু সংশ্লিষ্ট ক্রিকেটাররা তখনও হোটেলে ছিলেন। এতে করে ঢাকায় বিপিএলের প্রথম ম্যাচ শুরু হওয়া নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে।

এদিকে ছয় দলের ক্রিকেটাররা ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জড়ো হচ্ছেন। সেখানে তারা বিপিএলে খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ক্রিকেটারদের পক্ষ থেকে দুপুর ১টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

Read Previous

কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না : হিমি

Read Next

পোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিনের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular