গণভোটেই নতুন বাংলাদেশের স্বপ্নের দুয়ার খুলবে: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, গণভোট কোনো দলের পক্ষে-বিপক্ষে নয়, এটি নতুন বাংলাদেশের পক্ষে-বিপক্ষে।
এমন একটি বাংলাদেশ চাই-যেখানে অনিয়ম, অবিচার, শোষণ এবং বৈষম্য থাকবে না। গণভোটের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্নের পথ উন্মুক্ত হবে, যেখানে নিপীড়ন, অত্যাচার, নির্যাতন কিংবা কোনো ধরনের বৈষম্যের জায়গা থাকবে না।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পরিবর্তনের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোট কার্যক্রমের উদ্বোধন এবং ভোটার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনের বড় বৈশিষ্ট্য হলো-নির্বাচন ও গণভোট একইসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে-প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পরিবর্তনের জন্যই এই গণভোটের আয়োজন করা হয়েছে।

হাদির বিচার প্রসঙ্গে তিনি আরও বলেন, শহীদ হাদি হত্যার বিচার হবেই। বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে, তা জাগ্রত রাখতে হবে। যদি পুলিশের তদন্ত বা চার্জশিট পছন্দ না হয়, তবে নারাজি পিটিশন দেওয়া যায়। ত্রুটিপূর্ণ চার্জশিটের ভিত্তিতে বিচার হলে বিচারও ত্রুটিপূর্ণ হয়। আদালত তার কাজ করেছে, মন্ত্রণালয়ও দ্রুত বিচারকার্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সঠিক বিচার থেকে বিন্দুমাত্র সরে আসা হবে না।

আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে মানুষ ভোট দিতে পারেনি। এবার জনগণ পছন্দের দল ও ব্যক্তিকে ভোট দেবেন। ভোটে কেউ বাধা সৃষ্টি করবে না।

Read Previous

ডিএসসিএসসির ওরিয়েন্টেশনে প্রথমবারের মতো সিভিল স্পনসরদের প্রেজেন্টেশন

Read Next

রেকর্ড ভাঙল বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular