গণভোটে সরকার নিরপেক্ষ নয়: ডা. বিধান রঞ্জন রায়

নওগাঁয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। ভোটাররা যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা করা হয়।

বক্তারা আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে গুজব ও অপপ্রচার রোধে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নওগাঁ জেলায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে সভায় জানানো হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা নওগাঁয় একটি গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আশাবাদ ব্যক্ত করেন।

Read Previous

২৯৮ আসনে প্রার্থী চূড়ান্ত ১,৯৬৭ জন, এখন প্রতীক বরাদ্দের পালা

Read Next

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular