জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, এটা নতুন বাংলাদেশ : প্রেস সচিব

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের কর্মসূচি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘বিএএল, এর তাড়না এবং তাদের গণহত্যাকারী নেতারা মনে করেন এটি অক্টোবর ২৮, ২০০৬ আবার। তারা কল্পনা করছে যে, দিনদুপুরে এক ডজন মানুষকে জবাই করে রাস্তা দখল করার জন্য হাজার হাজার গুণ্ডা কেন্দ্রীয় ঢাকায় পাঠিয়ে দেবে।

দুঃখিত— এটা নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠন কর্তৃক প্রতিবাদ করার যেকোনো প্রচেষ্টা আইনের পূর্ণ শক্তি দিয়ে পূরণ করা হবে। জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা নিও না। এবং মনে রাখবেন: এটা অক্টোবর ২৮, ২০০৬ নয়। এটা জুলাই— চিরকালের জন্য।’

Read Previous

শহীদ নূর হোসেন দিবস আজ

Read Next

পক্ষপাতের দায় নিয়ে সরে গেলেন বিবিসির প্রধান ও হেড অব নিউজ

Most Popular