সাগরে লঘুচাপের আভাস, ঘনীভূত হওয়ার শঙ্কা

মঙ্গলবার (১৮ নভেম্বর) বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, লঘুচাপটি সৃষ্টি হলে তা পরবর্তী সময়ে ঘনীভূত হয়ে সুস্পষ্ট আকার নিতে পারে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বিস্তৃত অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে, যার একটি বর্ধিতাংশ বিস্তৃত হয়ে পৌঁছেছে উত্তর – পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।

আবহাওয়া অফিস জানায়, এসব অবস্থার পরিপ্রেক্ষিতে আগামী শনিবার (২২ নভেম্বর) এর মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি সৃষ্টি হলে এটি আরও ঘনীভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, চলতি সপ্তাহে দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রায় তারতম্য হতে পারে, যা মৌসুমি স্বাভাবিক পরিবর্তনের অংশ বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Read Previous

বাংলাদেশের তিন নৌকাসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড

Read Next

ভাত খেলেই কি ক্লান্তি আর ঘুম আসে? এর বৈজ্ঞানিক কারণ জানালেন বিশেষজ্ঞরা

Most Popular