২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

চোটমুক্ত হয়ে দলে ফিরেই জ্বলে উঠলেন শেখ মোরছালিন। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ হোম ম্যাচ ভারতের বিপক্ষে মঙ্গলবার (১৮ নভেম্বর) শুরুতেই পেলেন জালের দেখা। শেষ পর্যন্ত তার গোলেই ২২ বছর পর প্রতিবেশী দেশকে হারিয়ে আনন্দে মাঠ ছাড়েন লাল-সবুজ প্রতিনিধিরা।

এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি মোরছালিন করেন ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে।

সবশেষ ২০০৩ সালের জানুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। এরপর গত ২২ বছর ধরে ভারতের বিপক্ষে জয় খরায় ভুগছিল বাংলাদেশ। হামজা চৌধুরী, শমিত সোমদের কল্যাণে অবশেষে সে দীর্ঘ অপেক্ষার পথ অবসান হলো।

ঘরের মাঠে ম্যাচ। প্রতিপক্ষ ভারত। যে কারণে এ ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল উন্মাদনা। যা আরও বেড়ে যায় বল মাঠে গড়াতেই। তাদের ম্যাচের ১১তম মিনিটেই উল্লাসে মাতান মোরছালিন। কাউন্টার অ্যাটাকে রাকিব বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যান। পরাস্ত করেন প্রতিপক্ষের ডিফেন্ডারদের। এদিকে ডান উইং থেকে দৌড়ে এসে বক্সে ঢুকে পড়েন মোরছালিন। রাকিব এক ডিফেন্ডারকে পরাস্ত করে বল পাস করেন বক্সে। ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং পোস্ট থেকে বেরিয়ে আসেন। কিন্তু তার আগেই মোরছালিন বুদ্ধিদীপ্তভাবে বলে পা ছোঁয়ান, প্লেসিং করেন গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে। বল জড়ায় জালে। সাথে সাথেই উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম।

ভারতের বিপক্ষে এগিয়ে যাওয়ার পর কয়েক মিনিট উজ্জ্বীবিত ফুটবল খেলে বাংলাদেশ। পরবর্তীতে নিজেদের ভুল পাসে ভারতের পায়ে বল তুলে দিয়ে অযথা চাপে পড়ে। বিশেষ করে ৩১ মিনিটে গোলরক্ষক মিতুল বল ক্লিয়ার করতে পারেননি ঠিকমতো। ভারতের চাংতে গোলপোস্ট অরক্ষিত পান। তার নেওয়া শট বাংলাদেশের পোস্টের দিকেই ছিল। কয়েক গজ দূর থেকে হামজা চৌধুরী লাফিয়ে হেড করে নিশ্চিত গোল সেভ করেন।

ম্যাচের বয়স যখন ৩৪ মিনিট, মাঠে হঠাৎই উত্তেজনা। তপু বর্মণের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। রেফারি তপু ও বিক্রম, দুজনকেই হলুদ কার্ড দেখান।

এদিকে ৪৪ মিনিটে বক্সের সামনে থেকে হামজা খুব দ্রুত বাঁ পায়ে জোরালো শট নেন। যা অল্পের জন্য পোস্টের পাশ দিয়ে যায়। শেষ পর্যন্ত স্বস্তি নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর তেড়েফুঁড়েই শুরু করে ভারত। দুবার গোল শোধের খুব কাছে চলে গিয়েছিল তারা। তবে আক্রমণের ধার মজবুত রেখেই খেলা চালিয়ে যেতে থাকে সফরকারীরা।

৭৮ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে শট নেন তপু বর্মণ, তবে শটের গতি দুর্বল হওয়ায় তা ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক। ৮৩ মিনিটে ডি-বক্সের ভেতর ভারতের এক ডিফেন্ডারের হাতের পেছনের দিকে লেগেছিল বল। পেনাল্টির দাবি করেন বাংলাদেশের খেলোয়াড়রা, তবে সেই আবেদনে কান দেননি রেফারি। শেষ পর্যন্ত দুর্দান্ত খেলেই ২২ বছর পর ভারতকে হারনোর আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জিতল পাঁচ ম্যাচ পর। আজকের আগে সর্বশেষ গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে ২–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

Read Previous

ছেঁড়া-ফাটা নোট বদলসহ ৫ সেবা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক

Read Next

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা

Most Popular