বিজয় দিবস উপলক্ষে এবারও ঐতিহ্যবাহী প্যারেড অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিজয় দিবসের কর্মসূচি আগের তুলনায় আরও বিস্তৃত ও জনসম্পৃক্তভাবে আয়োজন করা হবে। তবে গতবারের মতো এবারও প্যারেড হবে না।”
তিনি আরও জানান, শেখ হাসিনার মামলার রায় এবং বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার কোনো আশঙ্কা নেই। দেশের নিরাপত্তা ব্যবস্থাপনা অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন আরও শক্তিশালী ও সমন্বিত বলে মন্তব্য করেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নাশকতা বা অস্থিরতার কোনো আশঙ্কা নেই। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। জনগণের সহায়তায় শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে বিজয় দিবস উদযাপন করা হবে।”
সরকার জানিয়েছে, প্যারেড না হলেও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা ও বিশেষ কর্মসূচি এবারও ব্যাপকভাবে আয়োজিত হবে। বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরতে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
