ইসরায়েলের হামলায় গাজায় আরও পাঁচজন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে নতুন করে আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবারের এসব হামলায় সেখানে পাঁচজন নিহত হয়েছেন। এরআগে গতকাল একদিনে ২৮ জনকে হত্যা করেছিল দখলদাররা।

গতকাল বুধবার ইসরায়েল দাবি করে খান ইউনিসে তাদের সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এরপরই তারা বিমান দিয়ে বর্বরতা শুরু করে।

স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, খান ইউনিসের বনি সুহাইলা শহরের একটি বাড়িতে হামলায় তিনজন নিহত হন। যার মধ্যে এক শিশু রয়েছে। এছাড়া আহত হন আরও ১৫ জন। পাশের আবাসান শহরে আলাদা হামলায় এক ব্যক্তি নিহত ও আরও তিনজন আহত হন। এরপরই একই শহরে হামলায় আরেকজন নিহত হন। এতে করে মৃতের সংখ্যা পাঁচজনে পৌঁছায়।

দখলদারদের সেনাবাহিনী হামলার তথ্য স্বীকার করেছে। তবে পাঁচজন নিহত হওয়ার দায় স্বীকার করেনি। গাজার আল-নাসের হাসপাতাল কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ব্যাপক বোমাবর্ষণে সাধারণ ফিলিস্তিনের মৃত্যু ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার।

দেশটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের হামলার কারণে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “গাজায় ইসরায়েলি দখলদারদের বর্বর হামলার নিন্দা জানায় কাতার। আমরা এগুলোকে বিপজ্জনক হামলা হিসেবে বিবেচনা করি। যা যুদ্ধবিরতিকে শঙ্কায় ফেলেছে।”

গত মাসে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এখন পর্যন্ত কয়েকশবার এটি লঙ্ঘন করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির পরও তাদের হামলায় প্রায় ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র: আলজাজিরা

Read Previous

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

Read Next

বৃদ্ধাশ্রমে বুবলীর জন্মদিন পালন, প্রবীণদের দিলেন উপহার

Most Popular