চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়ল প্রাইভেটকার, প্রাণ গেল পথচারীর

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে (শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে) থেকে প্রাইভেটকার ছিটকে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর নিমতলা মোড়ের বন্দর থানার সামনে এ ঘটনা ঘটে। নিহত পথচারী হলেন- মো. শফিক। এক তরুণীসহ চারজনকে নগরীর বারিক বিল্ডিং মোড়ের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, প্রাইভেটকারটি পতেঙ্গার দিক থেকে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওপর দিয়ে লালখানবাজারের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় অতিক্রম করার সময় সেটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে পথচারী মো. শফিককে (৫৫) নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত এক তরুণীসহ চারজনকে বারিক বিল্ডিং মোড়ে ইসলামী ব্যাংক ভর্তি করা হয়েছে।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, প্রাইভেটকারটি ফ্লাইওভারে বেপরোয়া গতিতে চলছিল। নিমতলা মোড়ে পৌঁছার পর ফ্লাইওভারের সীমানা দেওয়ালের অংশ ভেঙে সেটি নিচে পড়ে যায়।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ‘গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল। নিমতলা মোড়ের কাছে বন্দর থানার বিপরীতে বারিক বিল্ডিংমুখী সড়কের ওপর সেটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে দুইটি হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে পথচারী শফিক হাসপাতালে মারা যান।’

নগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুর রহমান বলেন, ‘ফ্লাইওভার থেকে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি নিচে রাস্তায় পড়ে গেছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হবে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। লোকজন জমে যাওয়ায় যানজট তৈরি হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনটি সরিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

Read Previous

সাকিব আল হাসানকে দুদকে তলব

Read Next

গভীর রাতে সাংবাদিক–ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

Most Popular