ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে ইশরাক অভিযোগ করেন যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গুপ্ত সন্ত্রাসীদের’ ব্যবহার করে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছেন। তিনি বলেন, “শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না।”
দলের ভেতর বিভেদ দূর করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “বিভেদ আমাদের দুর্বল করে। জুলাই আন্দোলনের সব দল যদি একত্রিত না হতে পারে, তাহলে বহিঃশত্রু আমাদের করদ রাষ্ট্রে পরিণত করবে।”
দেশকে ‘করদ রাষ্ট্রে’ পরিণত হতে না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, “দেশের স্বার্থে সব বিভেদ ভুলে সামনে এগিয়ে যেতে হবে।”
