দীর্ঘদিন সংস্কার না হওয়ায় লক্ষ্মীপুরের তোরাবগঞ্জ-মতিরহাট সড়কটি এখন হেলেদুলে, গর্তে ভরা এবং যাতায়াতের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে। সড়কটিতে বড় বড় গর্ত এবং খানাখন্দে ভরা হওয়ায় প্রতিদিন দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে।
স্থানীয়রা জানান, জেলা সদরসহ কমলনগর উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। বেহাল সড়ক পরিস্থিতির কারণে চলাচলকারীরা জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে বাধ্য হচ্ছেন। বৃষ্টি নামলে সড়কটি যেন ডোবায় পরিণত হয়।
মতিরহাট এলাকার বাসিন্দা ইউছুফ বলেন, “সকালে বাড়ি থেকে বের হওয়া মানে মৃত্যুর ঝুঁকি নেওয়া। কখন যে গাড়ি উল্টে খাদে পড়বে, ভয়ে থাকতে হয় প্রতিনিয়ত।” মুন্সীরহাট এলাকার জাফর আহম্মেদ বলেন, “সড়কটির বেহালদশা স্বাস্থ্যগত সমস্যার পাশাপাশি জরুরি সেবা পৌঁছানোও কঠিন করে তুলেছে।”
শিক্ষার্থী আফনান আক্তার বলেন, “রাস্তা এত খারাপ যে হেঁটেও স্কুল বা মাদ্রাসায় যাতায়াত কঠিন। অটোরিকশায় চলাচলে শরীর ব্যথা হয়ে যায় এবং সব সময় ভয়ে থাকতে হয়।”
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, “সড়কটি ১২ ফিট থেকে ৩০ ফিট প্রশস্তকরণের জন্য ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে। চলতি বছরই সড়কের মেরামতের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।”
সড়কটি বর্তমানে মরণফাঁদে পরিণত হওয়ায় এলাকাবাসীর দ্রুত সংস্কারের দাবি উঠেছে।
