বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর আবারও মা হতে যাচ্ছেন। দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা হওয়ার খবরটি বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার নেমেছে।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সোনম ও তার স্বামী আনন্দ আহুজা সারোগেসি বা বিকল্প কোনো পদ্ধতি নয়, স্বাভাবিকভাবেই দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন। তবে এই নিয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি।
২০২২ সালের আগস্টে দম্পতি তাদের প্রথম সন্তান ভায়ু কাপুর আহুজার জন্ম দেন। মা হওয়ার পর থেকেই সোনম অভিনয়ে তুলনামূলক কম সক্রিয় থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাতৃত্ব ও পরিবারকে ঘিরে নিয়মিতই নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
বর্তমানে সোনম পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। গর্ভাবস্থার কারণে তিনি কোনো নতুন প্রজেক্টে সই না করলেও শিগগিরই বড় পর্দায় ফেরার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
সন্তানসম্ভবা হওয়ার খবরে বলিউড তারকা থেকে ভক্ত-সবাইই সোনমকে অভিনন্দন জানাচ্ছেন। অনুরাগীদের প্রত্যাশা, খুব শিগগিরই এই সুখবর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন অভিনেত্রী।
