তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে বাংলাদেশ ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং তোবগে।
সোমবার (২৪ নভেম্বর) সকালেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে প্রস্থান করেন।
এর আগে শনিবার ঢাকায় পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টা আনোয়ারুল আজীজ স্বাগত জানান। তাকে গার্ড অব অনার ও তোপধ্বনির মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। সফরের অংশ হিসেবে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, জলবিদ্যুৎ, কানেকটিভিটি বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ডেলিগেশন পর্যায়ের বৈঠকে বেশ কিছু সম্ভাবনাময় সহযোগিতার দিক নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
ভুটানের প্রধানমন্ত্রীর এ সফরকে বাংলাদেশ-ভুটান সম্পর্ক আরও সুদৃঢ় করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
