কুড়িগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ৩

কু‌ড়িগ্রা‌মের নাগেশ্বরীর ছিলাখানায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে এ হতাহতের খবর পাওয়া গেছে।

না‌গেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ক‌রিম রেজা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত নারীর প‌রিচয় তাৎক্ষ‌ণিকভাবে জানা যায়‌নি। অপর দুই জ‌নের নাম আলতাফ ও মা‌নিক ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে।

পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে প‌রি‌স্থি‌তি শান্ত করেছে, অ‌ভিযুক্ত‌দের গ্রেপ্তা‌রের চেষ্টা কর‌ছে।

Read Previous

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই বিমানে সংঘর্ষ, পাইলট নিহত

Read Next

সাংবাদিকদের বিশেষ ছাড়ে ইলেকট্রিক-বাইক দিচ্ছে ন্যামস মোটরস

Most Popular