জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও স্বস্ব দলীয় প্রতীকে নির্বাচনের সুযোগ রেখে যে বিধান রাখা হয়েছে, তা কেন অবৈধ ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

এ বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৭ নভেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)’র মহাসচিব মোমিনুল আমিন জোটবদ্ধ নির্বাচনে অংশ নিলেও দলীয় প্রতীকেই লড়তে হবে-আরপিওতে থাকা এই সুযোগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটে তিনি বিধানটি স্থগিতের পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে একই প্রতীক ব্যবহারের বিধান বহালের আবেদন জানান।

রিটে আইন মন্ত্রণালয়ের সচিব ও ইসি সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনকারী মোমিনুল আমিনের দাবি, আরপিওতে আনা সংশোধনীটি অসাংবিধানিক, মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি এবং রাজনৈতিকভাবে পক্ষপাতমূলক। তাঁর অভিযোগ, সংশোধনীটি মূলত জামায়াত ও এনসিপিকে নির্বাচনে সুবিধা দিতে করা হয়েছে।

Read Previous

বেগম জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে

Read Next

নতুন জুটিতে দর্শকের ভালোবাসা পাচ্ছেন তৌসিফ-নীলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular