আন্তর্জাতিক ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বাড়ে: টেইট

বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। আর সেটাই আবার সিরিজ নির্ধারণী। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্ল্যাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টায় আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে টাইগাররা। জিততে পারলে বছর শেষ হবে জয়োৎসবের মধ্য দিয়ে।

দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে ফিরেছিল বাংলাদেশ। হার দিয়ে সিরিজ শুরু করলেও তিন পরিবর্তনে নেমে লিটন দাসরা শেষদিকে চাপ সামলে জয় তুলে নেয়। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে আগের ভুল শুধরে সেরা ক্রিকেট খেলতে চাইবে দল।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে পেস বোলিং কোচ শন টেইট জানান, অযথা জটিলতা না বাড়িয়ে ভালো ক্রিকেট খেললেই জয় সম্ভব। তাঁর ভাষায়, “আমার মনে হয়, নিজেদের কাজ জটিল করার দরকার নেই। স্রেফ ভালো ক্রিকেট খেলতে হবে এবং জিততে হবে। প্রতিটি জয়ই আত্মবিশ্বাস বাড়ায়। জয় দিয়ে বিরতিতে যেতে পারলে সেটিই হবে সেরা বিষয়।”

আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে বিপিএলে ব্যস্ত হবে ক্রিকেটাররা। ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টের মান নিয়ে বিতর্ক থাকলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে খেলতে পারাটাই ইতিবাচক বলে মনে করছেন টেইট। তাঁর মন্তব্য, “চোট নিয়ে ভয় নেই। এটা আমার নিয়ন্ত্রণে নেই। ভালো দিক হলো খেলোয়াড়েরা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে।”

অন্যদিকে আয়ারল্যান্ড দলও অনুশীলনে ব্যস্ত দিন কাটিয়েছে। বেলা দেড়টা থেকে শুরু হওয়া সেশনে সিরিজ জয়ের প্রস্তুতি নেয় অতিথিরা। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জয় বড় অনুপ্রেরণা-তাই সিরিজটি নিজেদের করে নিতে চাইবে তারাও।

আজ চট্টগ্রামে দুই দলের লড়াইয়ে ট্রফির পাশাপাশি বছর শেষের আত্মবিশ্বাসও বড় প্রাপ্তি হতে পারে।

Read Previous

‘লা হাওলা ওলা কুওয়াতা ইল্লাবিল্লাহ’-অর্থ ও ফজিলত

Read Next

ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের ব্যাপক আস্থা: আইআরআই জরিপ

Most Popular