৬ ডিসেম্বর স্বৈরশাসন পতনের স্মরণে আবেগঘন বার্তা, তারেক রহমান
১৯৯০ সালের ৬ ডিসেম্বর রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে দেশে স্বৈরশাসনের পতন ঘটেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি ৬ ডিসেম্বরকে ‘অবিস্মরণীয় একটি দিন’ উল্লেখ করে লেখেন, ১৯৯০ সালের এই দিনে ছাত্র-জনতার মিলিত শক্তির মুখে সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতন ঘটে। তিনি অভিযোগ করেন, ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ অস্ত্রের মুখে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্রকে হত্যা করেছিলেন।
তারেক রহমান বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের যে ভিত্তি তৈরি করেছিলেন, এরশাদ তা ধ্বংসস্তূপে পরিণত করেন। স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছরের লড়াইয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন এবং গড়ে ওঠে দুর্বার গণআন্দোলন, যার পরিণতিতে ’৯০ সালের ৬ ডিসেম্বর গণতন্ত্র ফিরে আসে।
তিনি পোস্টে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাও উল্লেখ করেন। তারেক রহমানের দাবি, ওই দিন ছাত্র-জনতার শক্তিতে আরেকটি ‘ফ্যাসিবাদী শক্তি’ পরাজিত হয়েছে। আওয়ামী লীগকে তিনি ‘গণতন্ত্রের শত্রু’ আখ্যা দিয়ে বলেন, শেখ হাসিনার শাসনামলে বেগম খালেদা জিয়ার ওপর নিপীড়ন চালানো হয়েছে এবং তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। এ সময় তিনি বেগম জিয়ার সুস্থতা কামনা করেন।
১৯৮২ থেকে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান লেখেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান আর না ঘটে।
তারেক রহমানের পোস্টটি প্রকাশিত হওয়ার পর সেটি বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
