চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল সায়েন্স অনুযায়ী যে ধরনের চিকিৎসা একজন সংকটাপন্ন রোগীর প্রয়োজন—খালেদা জিয়াকে ঠিক সেই ধরনের উন্নত চিকিৎসাই দেওয়া হচ্ছে এবং তিনি চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নতভাবে চিকিৎসা দিতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন। একজন সংকটাপন্ন রোগীর জন্য সর্বোচ্চ যে চিকিৎসা প্রয়োজন, সেটাই তাকে দেওয়া হচ্ছে।”

চিকিৎসক দলের মতে, পরিস্থিতি জটিল হলেও প্রত্যাশা অনুযায়ী চিকিৎসা কার্যক্রম চলছে এবং প্রতিটি মুহূর্তে তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

Read Previous

আইজিপির সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Read Next

তফসিল ঘোষণার পরই ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে : প্রেস সচিব

Most Popular