১০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হাক্কানী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে লালবাগে কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্রার্থী ঘোষণার সময় দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী পর্যায়ে বাকি আসনগুলোর জন্যও প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।

এছাড়া বক্তারা উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমঝোতার মাধ্যমে ৮টি দল কাজ করছে। খেলাফত আন্দোলন এই ৮ দলের অন্যতম শরীক। ৮ দলীয় সমঝোতার ভিত্তিতে ‘ওয়ান বক্স ফর্মূলা’ অনুসারে নির্বাচন হলে খেলাফত আন্দোলন ওই ৮ দলের সঙ্গে নির্বাচন করবে। অন্যথায় দল স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবে।

Read Previous

তেজগাঁও কলেজ সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু, ফার্মগেটে সহপাঠীদের সড়ক অবরোধ

Read Next

ফার্মগেটের সড়ক ছাড়লেন তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

Most Popular