রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এর আগেই গাড়িটি পুড়ে গেছে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমীন বলেন, বাসটিতে কারা আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
