মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। ভোরের আলো ফোটার আগেই বিজয়ের আবেশে মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ এলাকা। কুয়াশা ও হিমেল হাওয়া উপেক্ষা করে হাতে লাল-সবুজের পতাকা আর হৃদয়ে দেশপ্রেম নিয়ে হাজারো মানুষ হাজির হন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করতে।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানার-ফেস্টুনসহ ফুল দিয়ে বীর শহীদদের স্মরণ করেন।

স্মৃতিসৌধ প্রাঙ্গণে শিশুদের মাথায় জাতীয় পতাকা ও গালে আঁকা আল্পনা বিজয়ের আনন্দকে আরও রঙিন করে তোলে। তরুণ-তরুণী থেকে শুরু করে বৃদ্ধ-সবাই বিনম্র শ্রদ্ধায় নত মাথায় স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরদের।

এসময় উপস্থিত অনেকেই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ও জানান তারা।

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে এই জনসমাগম আবারও স্মরণ করিয়ে দেয়-লাল-সবুজের এই পতাকা ও স্বাধীনতা এসেছে অসীম ত্যাগের বিনিময়ে, যা রক্ষা করা প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব।

Read Previous

দেশের পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড বাংলাদেশের

Read Next

জামায়াতের মন্তব্যে মুক্তিযোদ্ধাদের অপমান: মির্জা আব্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular