চালু হলো ফ্যাশনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস ‘রেডি হাউ’

সফট লঞ্চের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ফ্যাশনভিত্তিক ই-কমার্স মার্কেটপ্লেস ‘রেডি হাউ’।

সম্প্রতি রাজধানীর মিরপুর ডিওএইচএস এ প্রতিষ্ঠানটির কার্যালয়ে কেক কাটার মাধ্যমে ‘রেডি হাউ’ এর কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, ‘রেডি হাউ’ একটি পূর্ণাঙ্গ ফ্যাশন মার্কেটপ্ল্যাটফর্ম, যা “ফ্যাশন উইথ পারপাস” ধারণাকে বিশ্বাস করে।

কার্যক্রম শুরুর সাথে সাথে জনহিতকর কাজে অবদান রাখার ঘোষণা দেয় ‘রেডি হাউ’। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে রেডি হাউ ঘোষণা করেছে যে, প্রতিটি পণ্যের বিক্রয়মূল্যের ১ শতাংশ শিশু ও নারীদের পুষ্টি উন্নয়নে ব্যয় করা হবে, যা তাদের সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন।

প্রতিদিনের জীবনে ফ্যাশনকে সহজ ও অর্থবহভাবে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সামাজিক অবদান রাখাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। রেডি হাউ আগামীর ফ্যাশন বাজারে শুধু একটি প্ল্যাটফর্ম নয়, বরং একটি উদ্দেশ্যনির্ভর উদ্যোগ হিসেবে কাজ করতে চায়।

Read Previous

নিরাপত্তা ঝুঁকিতে বিপিএল ১৩-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

Read Next

সৌদি আরবে ভূমিকম্পের আঘাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular