চীনে তিমুরলেস্তের জালে বাংলাদেশের ৫ গোল
চীনের চংকিনে ঠান্ডা আবহাওয়ার মধ্যেও বাংলাদেশের ফুটবলাররা এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে দুর্দান্ত সূচনা করেছে। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তিমুরলেস্তেকে হারিয়েছে ৫-০ গোলে। রিফাত কাজী, বায়েজিদ বোস্তামি, আকাশ মাহদু একটি ও মানিক জোড়া গোল করেন। ম্যাচের
