প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন বিমান হামলা, নিহত ৪

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এর কয়েকদিন আগেই এই অঞ্চলে তিনটি পৃথক জাহাজে হামলা চালিয়ে ১৪ জনকে হত্যা করে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের বরাতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার রাতে এক্স-তে এক পোস্টে বলেছেন, আরেকটি মাদক-পাচারকারী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
হেগসেথ বলেছেন, চারজন পুরুষ মাদক-সন্ত্রাসী জাহাজে নিহত হয়েছে। একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠন দ্বারা জাহাজটি পরিচালিত হচ্ছিল।
তিনি হামলার সঠিক অবস্থান উল্লেখ করেননি। তবে বলেছেন, পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় অভিযানটি হয়েছে।
হেগসেথ হামলার আকাশ ফুটেজ পোস্ট করে বলেন, অন্য সব জাহাজের মতো এই জাহাজটিও আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে অবৈধ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। একটি পরিচিত মাদক পাচারের পথ ধরে চলাচল করছিল এবং মাদক বহন করছিল।
হামলাটি এমন এক সময়ে ঘটে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ার তিন দেশ সফরে। বৃহস্পতিবার ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করেন। ২০১৯ সালের পর তাদের প্রথম শীর্ষ সম্মেলন এটি। দক্ষিণ কোরিয়ার আগে ট্রাম্প মালয়েশিয়া ও জাপানও সফর করেন।

Read Previous

জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই: ফখরুল

Read Next

হারের দায় নিজের কাঁধে নিলেন লিটন

Most Popular