ছাত্রদলে স্বাধীনতা-গণতন্ত্র-দেশপ্রেমের চেতনা আছে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্রদলে স্বাধীনতা, গণতন্ত্র এবং দেশপ্রেমের চেতনা আছে। সবকিছু মিলে ছাত্রদল শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, যেভাবে শৃঙ্খলা, মেধাবী নেতৃত্ব বেড়ে উঠবে এবং শিক্ষা-সংস্কৃতি ফুটে উঠবে।

রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ ছাত্রদলের ব্যানারে ক্যাম্পাস মাঠেই এ আয়োজন করা হয়।

তিনি বলেন, এই অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের জন্য আনন্দ উচ্ছ্বাসের। তাদের মেধাশক্তিই আমাদের শক্তি। এটিই জাতীয়তাবাদী ছাত্রদলের শক্তি। এই প্রেরণাকেই আমরা ধারণ করি। এই চেতনাকেই আমরা লালন করি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত একেক সময় একেক নেতৃত্বের মাধ্যমে সারা দেশে সর্ববৃহৎ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ছাত্রদল। তারা এখনো কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে। ৯ বছর দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রদলের সঙ্গে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছি। সে সময় সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রসংসদ নির্বাচনে এককভাবে ছাত্রদল মেধাবী শিক্ষার্থীদের সমর্থন নিয়ে বিজয়ী হয়েছে।

তিনি বলেন, গত ১৭ বছর ছাত্রদল প্রকৃত ছাত্র রাজনীতি করতে পারেনি। কারণ তারা প্রতিনিয়ত ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদমুখর ছিল। তারা লড়াই করেছে-সংগ্রাম করেছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। এই জুলাই আন্দোলনে ১৪২ জন শহীদ হয়েছে। ১৭ বছরে যদি বলি ১৭ হাজার, ভুল হবে না। হাজার হাজার নেতাকর্মী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; কিন্তু এই যুগের সঙ্গে বর্তমানে তাল মিলিয়ে ছাত্রদলকে নতুনভাবে চালাতে হবে, চলতে হবে। আইটির যুগে, বিজ্ঞানের যুগে, সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা কী দেখতে চায়, এ তথ্যগুলো তাদের মাঝে দ্রুত পৌঁছে দিতে হবে। কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিটে এটা নৈতিক কাজ হয়ে দাঁড়িয়েছে।

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কফিল উদ্দিন কলেজের সদস্য সচিব আজিম হোসাইন হারুন ও যুগ্ম আহ্বায়ক রিংকু পাটওয়ারী।

Read Previous

জেনে নিন রয়্যাল এনফিল্ড বাইকের মডেল ও ফিচার

Read Next

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

Most Popular