দুই বাসের সংঘর্ষে নিহত ৩, বহু হতাহতের শঙ্কা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২০ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহতদের হবিগঞ্জ ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে কুমিল্লা থেকে আসা রয়েল পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে একজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

তিনি আরও বলেন, গুরুতর আহতদের হবিগঞ্জ ও মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অনেকের হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

Read Previous

জলবায়ু তহবিল খাতে অনিয়ম দুর্নীতির নতুন সুযোগ: টিআইবি

Read Next

অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা

Most Popular