নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অনুরোধ মিয়ানমারের

মিয়ানমারের প্রথম ধাপের নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর দ্বিতীয় দফার নির্বাচন হবে ২০২৬ সালের ১১ জানুয়ারি। দেশ‌টির অনুষ্ঠেয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে জেনারেল মিন অং হ্লাইংয়ের জান্তা সরকার।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশের কাছে চিঠি দিয়ে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়েছে মিয়ানমার। ত‌বে মিয়ানমা‌রের জান্তা সরকা‌রের অনু‌রো‌ধে ঢাকা সাড়া না দেওয়ার কথা শোনা যা‌চ্ছে। কেননা, জান্তা সরকা‌রের নিয়ন্ত্রিত নির্বাচনকে বৈধতা দেওয়ার পরিকল্পনার হি‌সে‌বে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত কর‌তে চায়।

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের জান্তা সরকার এই প্রথম জাতীয় নির্বাচ‌নের আয়োজন কর‌তে যা‌চ্ছে।

Read Previous

মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি : ট্রাম্প

Read Next

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

Most Popular