ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও আলোচনায়, তবে এবার কোনো সিনেমা নয়, বরং নিজের ফিটনেস ধরে রাখার রহস্য জানিয়ে। সবসময় খোলামেলা ও সোজাসাপ্টা বক্তব্যের জন্য আলোচিত এই নায়িকা জানালেন, কঠোর ডায়েট বা ব্যায়াম নয়, বরং মাতৃত্ব ও দৈনন্দিন ব্যস্ততাই তাকে ফিট রাখছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে পরীমনি বলেন, “আমি বিশেষ কিছুই করছি না। ভাতও খাই, আইসক্রিমও খাই। ঘুমেরও ঠিকঠাক রুটিন নেই। না নিয়ম করে ঘুমাতে পারি, না ঠিক সময়ে জাগতে পারি। ‘মেইনটেইন জীবনযাপন’ বলতে যা বোঝায়, সেটার চেষ্টা করছি মাত্র।”
তিনি আরও যোগ করেন, “যেহেতু দুটো বাচ্চাই ছোট, ওদের ঘুমের সময়সূচি সবসময় একই থাকে না। তাই ওদের সঙ্গে মিলিয়েই আমার দিন কাটে। আসলে ওদের পেছনে দৌড়াতে দৌড়াতেই ফিটনেসটা ফিরে পাচ্ছি।”
নায়িকার ভাষায়, মা হিসেবে সন্তানের দেখভালই এখন তার প্রতিদিনের ব্যায়াম। তিনি বলেন, “এখন আর আলাদা করে এক্সারসাইজের সময় পাই না। কিন্তু সন্তানদের যত্ন নেওয়া, খাওয়ানো, খেলাধুলা করানো- এই সবই আমাকে প্রাকৃতিকভাবে ফিট থাকতে সাহায্য করছে।”
জন্মদিনের প্রসঙ্গেও নিজের অনুভূতি জানান পরীমনি। তিনি বলেন, “আমার মনে হয়, সবাই যদি একটু উইশ করে, ‘হ্যাপি বার্থডে’ বলে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার।”
দুই সন্তানের ব্যস্ত মা হয়েও নিজের জীবনকে সহজ ও প্রাকৃতিকভাবে সামলে নিচ্ছেন পরীমনি। তার মতে, “ফিট থাকার রহস্য লুকিয়ে আছে ভালোবাসা, যত্ন আর জীবনের সহজ ছন্দে।”
এদিকে, দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন এই আলোচিত নায়িকা। মাতৃত্ব ও পারিবারিক জীবনে ব্যস্ত থাকার কারণে প্রায় দুই বছর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে ফিরছেন তিনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সিনেমাটির সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া জানিয়েছেন, “ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ হয়েছে। এখন চলছে কালার গ্রেডিং ও এডিটিং। ইনশাআল্লাহ রোজার ঈদেই ছবিটি মুক্তি দেওয়া হবে।”
২০২৩ সালের অক্টোবরে শুরু হয়েছিল ‘ডোডোর গল্প’র শুটিং। এক বছর চার মাস ২৩ দিন পর ছবিটির কাজ শেষ করেন পরীমনি। ছবিতে তিনি অভিনয় করেছেন ‘কাজল চৌধুরী’ চরিত্রে, আর তার বিপরীতে সাইমন সাদিক অভিনয় করেছেন ‘রায়হান’ নামের এক ফটোগ্রাফারের ভূমিকায়।
চলচ্চিত্রপ্রেমীরা এখন অপেক্ষায়, মাতৃত্বের পর নতুন উদ্যমে ফেরা পরীমনির এই প্রত্যাবর্তন কেমন সাড়া ফেলে বড়পর্দায়।
