আকুর বিল পরিশোধে কমল রিজার্ভ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২৬.৪৪ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আকু বিল বাবদ ১.৬১ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। এর ফলে ৯ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৬.৪৪ বিলিয়ন ডলার।

এর আগে, ২৭ অক্টোবর পর্যন্ত রিজার্ভ ছিল ২৭.৩৭ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আকুর আমদানি বিল পরিশোধের কারণে রিজার্ভ সাময়িকভাবে কিছুটা হ্রাস পেয়েছে।

উল্লেখ্য, নিট রিজার্ভ (Net Reserve) হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। এতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।

আকু (Asian Clearing Union) হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তির একটি ব্যবস্থা। এ ব্যবস্থার আওতায় বাংলাদেশসহ ৯টি সদস্যদেশের মধ্যে হওয়া আমদানি-রপ্তানির মূল্য প্রতি দুই মাস অন্তর নিষ্পত্তি করা হয়।

আকুর সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

জাতিসংঘের ইএসক্যাপ (ESCAP)-এর উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর আকু প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর ইরানের রাজধানী তেহরানে।

Read Previous

আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

Read Next

শাপলা তুলতে গিয়ে তিন বোনসহ চার শিশুর মৃত্যু

Most Popular