শাপলা তুলতে গিয়ে তিন বোনসহ চার শিশুর মৃত্যু

মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মসুরিভাজা বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাজনগর গ্রামের আব্দুস সামাদের মেয়ে ফাতেমা (১৪) ও আফিয়া (১২), ইসহাকের মেয়ে মিম (১৪) এবং শাহারুলের মেয়ে আলিয়া (১০)। ফাতেমা ও আফিয়া আপন বোন। আলিয়া তাদের চাচাতো বোন। মিম তাদের প্রতিবেশী।

নিহত ফাতেমা মুমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী, মিম আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এবং আফিয়া ও আলিয়া আমঝুপি তৃণমূল মডেল একাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে চার শিশু একসঙ্গে শাপলা তুলতে বিলে যায়। অনেকক্ষণেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে এলাকাবাসী বিলে ভাসমান অবস্থায় চার শিশুর মরদেহ দেখতে পান এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনার পর রাজনগর ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার শামীম হোসেন বলেন, “বিলে গভীর গর্ত থাকায় সেখান থেকে মরদেহ উদ্ধার করতে আমাদের বেগ পেতে হয়েছে।”

চার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, “এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।”

এদিকে দুর্ঘটনার পর নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। জেলা প্রশাসনের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, “এই ধরনের দুর্ঘটনা রোধে জেলায় সাঁতার শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।”

Read Previous

আকুর বিল পরিশোধে কমল রিজার্ভ

Read Next

মেট্রোরেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

Most Popular