রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বছরের শেষের আগে ভারত সফর করবেন বলে নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
গত মাসে পুতিন নিজেও ভারত সফরের কথা উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ডিসেম্বরের বৈঠকে ‘প্রিয় বন্ধু, আমাদের বিশ্বস্ত অংশীদার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির’ সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন। এছাড়া তিনি বলেছেন, শীর্ষ বৈঠকে ভারত-রাশিয়ার বাণিজ্যের চলমান ভারসাম্যহীনতা নিয়ে আলোচনা হবে।
সোমবার সাংবাদিকদের পেসকভ বলেন, বছরের শেষে নির্ধারিত পুতিনের ভারত সফরের জন্য আমরা সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করি, এটা অর্থবহ সফর হবে। তবে তিনি সফরের বিস্তারিত এজেন্ডা প্রকাশ করেননি এবং বলেছেন, সময়মতো জানানো হবে।
তিনি এই মন্তব্য করেন ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনের প্রসঙ্গে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ভারত শ্রমিকদের অধিকার রক্ষা এবং যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স খাতে দক্ষ শ্রমশক্তি নিয়োগ বাড়াতে একটি লেবার মোবিলিটি চুক্তি করতে যাচ্ছে।
মস্কো ও নয়াদিল্লির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারত রুশ তেলের বড় ক্রেতা হওয়া সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমাদের চাপের মুখে পড়েছে। অক্টোবরের শেষদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রসনেফট ও লুকওয়েল-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
