অবশেষে কমলো স্বর্ণের দাম: নতুন মূল্য ২,০৮,২৭২ টাকা

টানা চার দফা বাড়ানোর পর অবশেষে দেশে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। শনিবার (১৫ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন দাম রবিবার (১৬ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য তালিকা নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরিতে ভিন্নতা থাকতে পারে।

এর আগে ১৩ নভেম্বর বাজুস স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করে। সেদিন ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারিত হয় ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, যা কার্যকর হয় ১৪ নভেম্বর থেকে। এ নিয়ে চলতি বছর দেশে মোট ৭৭ বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যার মধ্যে ৫৩ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে। গত বছর ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল।

স্বর্ণের দাম কমলেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৬০১ টাকা। চলতি বছর রুপার দাম সমন্বয় হয়েছে ৯ বার; বেড়েছে ৬ বার, কমেছে ৩ বার।

Read Previous

এশিয়ান কাপ বাছাই: ফিরতি লেগ খেলতে রায়ানকে নিয়ে ঢাকায় ভারত

Read Next

২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

Most Popular