যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি শুক্রবার হোয়াইট হাউসে নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন।
এটিই হবে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এই নেতার সঙ্গে রিপাবলিকান ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
নির্বাচনের আগে ও পরে দুজনই একে অন্যের সমালোচনা করেছেন। নিউইয়র্কের মেয়র নির্বাচনে অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছিলেন ট্রাম্প।
মামদানির দিক থেকে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির সমালোচনা এসেছে। তিনি অভিবাসন নীতি এবং গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে প্রেসিডেন্টের সমালোচনা করেছেন।
ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বুধবার লেখেন, আমাদের বৈঠক শুক্রবার ওভাল অফিসে অনুষ্ঠিত হবে। আমরা এ বিষয়ে একমত হয়েছি।
মামদানি চলতি সপ্তাহের শুরুতে সাংবাদিকদের জানান, তার দল বৈঠক আয়োজনের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।
তিনি সোমবার বলেন, প্রচারণার সময় নিউইয়র্কবাসীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য আমার দল হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।
বুধবার ট্রাম্পের পোস্টের বিষয়ে মন্তব্যের জন্য মামদানির দল সরাসরি কোনো উত্তর দেয়নি।
ট্রাম্প বিভিন্ন সময় প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ সৃষ্টি করেছেন। নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচনের প্রচারণার সময়ে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি মামদানি জেতেন, তাহলে তিনি ফেডারেল তহবিল আটকে দেবেন।
মামদানিকে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিতে হবে ২০২৬ সালের ১ জানুয়ারি।
