রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২১ নভেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ শোক জানান ।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, রাজধানী ঢাকাসহ নরসিংদী, গাজীপুর ও বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে ঢাকা ও নরসিংদীতে দুই শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, গাজীপুরের এক কারখানা শ্রমিকসহ বিভিন্ন স্থানে তিনশ’র মতো মানুষ আহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে জামায়াত আমির নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদান জরুরি।
বিল্ডিং কোড মানা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, বহুতল ভবন নির্মাণে নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ হচ্ছে কি না তা তদারকি করতে হবে। পাশাপাশি ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বাড়ানো রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আশা প্রকাশ করেন, জনগণ ধৈর্য ও সাহসের সঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হবেন।
