কারাগারে মন্ত্রীরা আমার কাছে যেতেন : বাবর

কারাগারে থাকাকালে আওয়ামী লীগের মন্ত্রীরা তার কাছে যেতেন বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, “আপনারা দেখেছেন, মিথ্যা মামলায় আমি দীর্ঘ সাড়ে ১৭ বছর জেল খেটেছি। তিনটি মৃত্যুদণ্ড এবং তিনটি যাবজ্জীবন দিয়েও শেখ হাসিনার শখ মিটেনি। আরো অনেক মামলা দিয়ে আমাকে নির্যাতন করেছে। আর এক বছর গেলে হয়ত ফাঁসিতে ঝুলাত।

“কারণ তিনি আমার কাছে যা চাইছেন, তা করি নাই। প্রতি বছরেই বিভিন্ন সময় মন্ত্রী এবং বিভিন্ন লোক আমার কাছে যেত। কিন্তু আমি তাদের কথায় সাড়া দেই নাই। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। আপনাদের ভালবাসায় ফিরে এসেছি।”

শনিবার (২২ নভেম্বর) নেত্রকোণার মোহনগঞ্জে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিন দিনের সফরের শেষ দিন উপজেলার পুকুরিয়াসহ বিভিন্ন স্থানে পথসভায় তিনি বক্তব্য দেন। এ সময় তিনি স্থানীয়দের মাদক কারবারি ও জুয়ারিদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান।

নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে বাবরের নাম ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, “ধানের শীষ প্রতীক নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। আমার মূল লক্ষ্যই হল, এলাকাকে বেকারমুক্ত করে অর্থনীতি সমৃদ্ধ করা। প্রত্যেকটি যুবককে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল উপস্থিত ছিলেন।

Read Previous

গুলশান-মহাখালী লিংক রোডে চলন্ত বাসে আগুন

Read Next

সংবিধানই বিচার বিভাগের বৈধতার বাতিঘর : প্রধান বিচারপতি

Most Popular