‘এক কোটি চাকরি’ প্রতিশ্রুতি গবেষণাভিত্তিক: আমীর খসরু

বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষকে চাকরি দেওয়ার ঘোষণাটি ‘হোমওয়ার্ক করেই’ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে তারেক রহমান যে পরিকল্পনা করছেন, তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। প্রতিপক্ষের তুলনায় তারেক রহমানের রাজনীতি ভিন্ন উল্লেখ করে তিনি দাবি করেন, বিএনপি সাংঘর্ষিক রাজনীতিতে বিশ্বাস করে না।

আমীর খসরু বলেন, “আমাদের সহনশীল হতে হবে। গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। বর্তমানে বিভিন্ন দাবিতে অনেকে রাস্তায় নেমে আসছে, কিন্তু বিএনপি কোনো দাবি নিয়ে আন্দোলনে নামছে না। আমরা সংঘর্ষের পথে যেতে চাই না। এটিই বিএনপির আগামী দিনের রাজনীতি।”

তিনি আরও বলেন, স্থিতিশীলতার স্বার্থে দেশকে সহনশীল রাজনীতির পথে এগিয়ে নিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

Read Previous

ট্রাম্পের হবু পুত্রবধূর সঙ্গে রণবীরের নাচের ভিডিও ভাইরাল

Read Next

দেশের বাজারে আজ স্বর্ণের মূল্য কত?

Most Popular