ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু

ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার তালিকাভুক্তি ও নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির প্রবাসীরা ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিজেরা নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধনের জন্য প্রাথমিক তথ্য, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, ই-মেইল, ফেসিয়াল রিকগনিশন এবং বর্তমান ঠিকানা ও পাসপোর্টের তথ্য দিতে হবে। সফল নিবন্ধনের পর নির্বাচন কমিশন প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে।

যেকোনো জটিলতা তৈরি হলে ফিনল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। সুইডেনে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর আমরিন জাহান জানান, ওয়েবসাইট ও ফেসবুক পেজে নিয়মিত আপডেট দেওয়া হবে এবং প্রবাসীদের সমস্যা সমাধানে সহায়তা করা হবে।

এছাড়া, মুসলিম ফোরাম ফিনল্যান্ড হেল্প ডেস্ক চালু করেছে। হেলসিঙ্কির রাউহাপিরি সেন্টারে ৩০ নভেম্বর প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়ায় সহায়তা দেওয়া হবে।

Read Previous

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

Read Next

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

Most Popular