রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি ইউক্রেন

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। এখন ছোট কিছু বিষয় সমাধান বাকি আছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, চুক্তি চূড়ান্ত হতে ‘আরও অনেক কাজ’ করতে হবে।

ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, “ইউক্রেনীয়রা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে। কিছু ছোট বিষয় আছে সেগুলোর সমাধান করতে হবে। কিন্তু তারা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে।”

আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ড্রিসকোল। ওই বৈঠক চলার সময়ই ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য দিলেন মার্কিন কর্মকর্তা।

মার্কিনিরা ইউক্রেনীয়দের রাজি হওয়ার কথা বললেও তারা সরাসরি এ ব্যাপারে কিছু বলেনি। দেশটির জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম উমেরোভ মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলির উপর আমরা একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছি। আমাদের পরবর্তী পদক্ষেপগুলোতে আমরা এখন আমাদের ইউরোপীয় বন্ধুদের সমর্থনের ওপর ভরসা রাখছি।”

চুক্তিটি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের আহ্বানও জানিয়েছেন রুস্তেম। তিনি লিখেছেন, “ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্তরাষ্ট্রে একটি সফর আয়োজনের প্রত্যাশা করছে। যেখানে চূড়ান্ত ধাপগুলো সম্পন্ন করা হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চুক্তি সম্পন্ন করা যাবে।”

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায় রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। যা যে কোনো উপায়ে বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প।

সূত্র: সিএনএন

Read Previous

লাইসেন্স জটিলতায় আটকা স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্পের বিনিয়োগ

Read Next

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

Most Popular