ইস্কাটনে ইন্টারনেট সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে কর্মীর মৃত্যু
রাজধানীর নিউ ইস্কাটন রোডে ইন্টারনেট লাইনের কাজ করতে গিয়ে প্রাণ হারালেন আনোয়ার হোসেন।
ঢাকা, ২৫ নভেম্বর – রাজধানীর নিউ ইস্কাটন রোডে ইন্টারনেট সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আনোয়ার হোসেন (৫৫)। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারের সহকর্মী মো. নাঈম জানিয়েছেন, তিনি একটি ইন্টারনেট কোম্পানিতে কর্মরত ছিলেন। ঘটনার সময় আনোয়ার খুঁটিতে মই লাগিয়ে ইন্টারনেট লাইনের কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে তিনি নিচে পড়েন।
আনোয়ারের ছেলে মো. শুভ বলেন, তাদের বাড়ি বরিশালের কোতোয়ালির দক্ষিণ গড়াপুর গ্রামে হলেও তারা ঢাকার মোহাম্মদপুরে বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
