কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে উদ্বেগ, সহায়তায় নির্দেশ তারেক রহমানের

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আশা ব্যক্ত করেন।

বিবৃতিতে তারেক রহমান বলেন, আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনও সঠিকভাবে অবগত হতে পারছি না। তবে অনেকের বাড়িঘর পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, দলের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের প্রয়াস অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Read Previous

নভেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহ বাড়ল ২৭.৯ শতাংশ

Read Next

তপশিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি

Most Popular