খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনার খালিশপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঈশান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজ নামের আরেক যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, রাতে ফেয়ার ক্লিনিকের পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন ঈশান ও রাজ। এ সময় অন্ধকারে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর আকস্মিক হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ঈশানকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে ঈশান মারা যান।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Read Previous

‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন’

Read Next

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Most Popular